বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে জয়পুরহাট থানায় অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউপির বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম দলীয় নেতাদের সঙ্গে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহানের কাছে এই অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গত ৭ ডিসেম্বর ইলেকট্রনিক মিডিয়ায় তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন। এ ধরনের কুরুচিপূর্ণ কটূক্তি উসকানিমূলক হওয়ায় সরকার, দেশের মানুষ ও দেশের জন্য মানহানিকর। এ কারণে আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার জন্য থানায় অভিযোগ করেছি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com