শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির দলীয় কার্যালয় উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
সোমবার সকালে গুড়িয়ে যাওয়া দলীয় কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।
কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন, গত শনিবার সড়ক ও জনপথ অধিদপ্তর উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সেই সাথে কোনো নোটিশ ছাড়াই রেকর্ড ভূক্ত আর এস ৬৫৪ দাগের ৫ শতাংশ জমির উপর নির্মিত আমাদের পার্টি অফিসও ভাঙ্গা হয়। আমাদের কাছে সকল কাগজপত্র থাকা সত্বেও দেখানো সময় দেওয়া হয়নি। সকল প্রকার তথ্যযুক্ত কাগজপত্রসহ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটি স্বারকলিপি দেওয়া হবে। এছাড়া কোন সমাধান না পেলে কর্মসূচী গ্রহণ ও পার্টি অফিস পুনরায় নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সহ অন্যান্য নেতাকর্মীরা।