সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিএনপি ও আমাদের লক্ষ্য এক, বর্তমান সরকারের পদত্যাগ—মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীর

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ও আমাদের লক্ষ্য এক, সেটা হলো বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সে কারণে বিএনপি’র সাথে আমাদের ঐক্য হবে কিনা তা সময়ে বলে দিবে। দাবী আদায়ে বিএনপি’র সাথে এক হয়ে আন্দোলন হতেও পারে কারণ আমাদের দাবীতে ঐক্য আছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে লালমনিরহাটের হাতীবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সুধী সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এ নেতা।

বিএনপি’র ডাকা হরতাল প্রসঙ্গে শায়েখে চরমোনাই বলেন, বিএনপি যে দাবীতে হরতাল দিয়েছেন তা যেন পুরন হয়। বিএনপি’র সমাবেশে হামলা চালিয়ে পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে। এটা সংবিধান ও দেশ বিরোধী। পরে পুলিশ তাদের সুধী সমাবেশে বাঁধা দিলে স্থানীয় একটি মসজিদে সুধী সমাবেশ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com