বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
মোঃ সামসুল ইসলাম সামু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় ঘোড়াঘাট পৌরসদর শহিদ মিনার চত্বরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে আসা খন্ড খন্ড মিছিল নিয়ে শহিদ মিনার চত্বরে এসে সমাবেত হয়।
পরে এক আলোচনা সভায় সাবেক মেয়র আঃ ছাত্তার মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম এ জাহিদ হোসেন। তিনি বলেন, ফেসিবাদ আওয়ামীলীগ সরকার ১৭-বছর ধরে বিএনপিকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছিল। তাই এখন দেশ গড়ার সঠিক সময় এসেছে তাই আপনারা বিএনপিকে ভোট দিয়ে দেশ ও জাতীকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির মুক্তার হোসেন, ছাত্রদলের সজিব হাসান সহ আরো অনেকে। পরে এক বর্ণাঢ্য র্যালী শহিদ মিনার থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।