সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : বগুড়া বিএনপির নিখোঁজ দুই নেতার বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শককে আগামী ৪ জানুয়ারির মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পৃথক রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।
সেই সঙ্গে দুজনকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিত করতে কেন তাদের আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, আইজিপিসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার কাহালু উপজেলা বিএনপির নিখোঁজ সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সন্ধান চেয়ে পরিবারের সদস্যরা পৃথক দুটি রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও মো. মাকসুদ উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী।