রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

বার্সেলোনার চমক লেয়নডস্কির, আমেরিকায় ‘এল ক্লাসিকো’ হারল রিয়াল মাদ্রিদ

গোলের পর বার্সেলোনার উল্লাস

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ রবিবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রাফিনহার করা একমাত্র গোলেই বার্সেলোনার হয়ে প্রথম বার নেমেই চমক দিলেন রবার্ট লেয়নডস্কি। গোল না পেলেও পোলিশ ফুটবলারের খেলা নজর কেড়ে নিল।

রবিবার আমেরিকায় রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল বার্সেলোনা। একমাত্র গোল রাফিনহার। ব্রাজিলের এই ফুটবলারও এ বার যোগ দিয়েছেন বার্সেলোনায়। আগের প্রস্তুতি ম্যাচেও গোল পেয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচ ‘এল ক্লাসিকো’ নামেই পরিচিত। মরসুমের প্রথম মহারণ হতাশ করেনি দর্শকদের।

লাস ভেগাসে দু’দলের মহারণ দেখতে হাজির হয়েছিলেন ৬১,২৯৯ জন দর্শক। রিয়ালে যোগ দেওয়া আন্তোনিয়ো রুডিগার, অরেলিয়া চুয়ামেনি এই ম্যাচে খেলেন। তবে করিম বেঞ্জেমাকে নামানো হয়নি। তিনি কয়েক দিন আগে অনুশীলনে যোগ দিয়েছেন। আক্রমণে তাই রাখা হয়েছিল ইডেন হ্যাজার্ডকে। ১১ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন লেয়নডস্কি। তবে তাঁর প্রয়াস বাঁচিয়ে দেন রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়া।

এর পর রিয়ালের ফেদে ভালভার্দের শট পোস্টে লাগে। রুডিগারও অল্পের জন্য গোলের সুযোগ ফস্কান। এর পরেই বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা। ২৭ মিনিটে গোল করেন তিনি। পরে লেয়নডস্কি আরও একটি সুযোগ নষ্ট করেন। ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, “বেঞ্জেমাকে মিস করেছি। তবে ঝুঁকি নিতে চাইনি। প্রথমার্ধে আমরাই ভাল খেলেছি। তবে বাকি ম্যাচে আরও একটু ভাল খেলতে হত।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com