বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন

বারহাট্টা আসমা ইউনিয়নে উন্নয়নের ছোঁয়ায় জনগণের মুখে হাসি

মোঃ মোফাজ্জল হোসেন খান টুকন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলায় বারহাট্টা উপজেলায় ৪ নং আসমান ইউনিয়নে দীর্ঘ বছর পর রাস্তাঘাটের উন্নয়ন এর কাজে জনগণ অত্যন্ত আনন্দিত।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম আসমা ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়নের কাজ হয়েছে যদিও এর পূর্বে অনেক জনপ্রতিনিধি কাজ করেছেন।

এলাকা ঘুরে জানা যায়, ৪ নং ওয়ার্ড মেন রোড থেকে দেলোয়ার পুকুর পর্যন্ত দিলওয়ার পুকুর হইতে মেন রুট ক্রস করে দেলোয়ারের বাড়ি পর্যন্ত হাসিলের বাড়ি হতে আজিজ সাহেবের বাড়ি পর্যন্ত মানিকের দোকান হইতে নেতাই সেনের বাড়ি পর্যন্ত এভাবে ১ নং ওয়ার্ড ৩ নং ওয়ার্ড ৪ নং ওয়ার্ড পাঁচ নং ওয়ার্ড ৬ নং ওয়ার্ড ৭ নং ওয়ার্ড ৮ নং ওয়ার্ড এর অনেক রাস্তাঘাট হয়েছে। যে দিকে কোন রাস্তা ছিল না জন দুর্ভোগ পোহাতে হত তা আজ রাস্তা পরিণত হয়েছে।

এ ব্যাপারে ৪ নং আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম ছন্দু বলেন আমি জনগণের চাকর বা সেবক আপনারা যাই মনে করেন আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া যেভাবে সারাদেশে ছোঁয়া লেগেছে ঠিক তেমনি ভাবে আমার ইউনিয়নকেও উন্নয়ন করে জনগণকে বুঝিয়ে দিতে চাই আমাদের সরকার জনগণের উন্নয়নের সরকার মাননীয় প্রধানমন্ত্রী সর্বদাই জনগণের মঙ্গলার্থে কাজ করে যাচ্ছেন।

অদূর ভবিষ্যতে ও যাবেন বলে আমরা সকলেই জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ, আমাদের পরিষদ প্রায় দেড় কোটি টাকার ঊর্ধ্বে রাস্তার উন্নয়নের কাজ করেছে। কাজের ব্যাপারে বারহাট্টা উপজেলার পিআইও অর্থাৎ প্রজেক্ট অফিসার খাইরুল বলেন ৪ ইউনিয়নের কাজের মান যথেষ্ট ভালো এবং উনি আরো বলেন এভাবে যদি সকলেই কাজের মান ধরে রাখে তাহলে দেশ উন্নয়ন হতে তেমন একটা সময়় প্রয়োজন হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com