বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
নেএকোনা প্রতিনিধি:: নেত্রকোণার বারহাট্টায় ট্রেনের ধাক্কায় পাপ্পু মজুমদার (৩৫) নামে এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৪টার সময় বারহাট্টা সদর ইউনিয়নের ইসপিঞ্জাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পাপ্পু মজুমদার নেত্রকোণা শহরের পাটপট্টি এলাকার বাসিন্দা এবং ৭১ বাংলা অনলাইন টিভির নেত্রকোণা জেলা প্রতিনিধি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাপ্পু মজুমদার তার ছোট ছেলেকে সাথে নিয়ে মোহনগঞ্জের দিকে নিজ বাইকে করে যাচ্ছিলেন। ইসপিঞ্জারপুর রেলক্রসিং সংলগ্ন স্থানে এসে দোকানের পাশে তার বাইকটি থামিয়ে ছেলেকে একটি দোকানের বেঞ্চে বসিয়ে কানে এয়ারফোন লাগিয়ে কথা বলতে বলতে রেললাইনের পথ ধরে পূর্ব দিকে যান। কিছু দুর যাওয়ার পর তিনি ঘুরে আবার পশ্চিম দিকে রেললাইন ধরে রেখে যাওয়া বাইক ও ছেলের কাছে আসছিলেন।
এ সময় ময়মনসিংহগামী কমিউটার ট্রেন পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে রেললাইন থেকে লাইনের পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আরও জানান, কানে এয়ারফোন ব্যবহারে অসাবধানতার কারণেই এ মর্মান্তিক ঘটিনাটি ঘটেছে।