বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
বশির আহাম্মদ বান্দরবান প্রতিনিধি : বান্দরবানরে রুমা উপজলোর রুমসংপাড়া ও র্দাজিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় র্পযটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১১ জন। নিহতরা হলনে-ফিরোজা খাতুন (৫০) ও জয়নব খাতুন (২৪)। এছাড়াও র্দুঘটনায় হতাহতরে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় এ র্দুঘটনা ঘটে। আহতরা হলেন- রাফান (১২), ঊষসী নাগ (১৫), ডা. জবা রায় (৪৫), মাহফুজা ইসলাম রুপা (৪৫), আমনো বগেম (৬০), তাহমনিা তানজীম তালুকদার (১৯), তাননমি, রিজভী (৩৪), ফিরোজা বেগম (৫৩), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬), র্স্বণা (২৩)। এরা সকলেই কুমল্লিা জেলার বলে জানা যায়।
বান্দররবান জীপ-মাইক্রো বাস মালিক সমিতির লাইনম্যান ফখরুল ইসলাম জানান , গতকাল ৪৫ জনরে একটি র্পযটকের দল বান্দরবান জীপ-মাইক্রোবাস জীপ স্টেশনে থেকে ৫টি র্পযটকবাহী গাড়ি কেওক্রাডং ভ্রমণে গিয়ে ফেরার পথে আজ (২০জানুয়ারী) রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও র্দাজিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি বি -৭০ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়।
র্দুঘটনায় দুইজন নিহত ও এগারো জন গুরুতর আহত হন এবং এই ঘটনায় হতাহতরে সংখ্যা আরো বাড়তে পারে। র্দূঘটনায় নিহত দুইজন নারী। র্পযটকরা মাগুরার বাসন্দিা বলে জানা গেছে।
রুমা উপজেলা নর্বিাহী র্কমর্কতা ( ইউএনও) সয়ৈদ মাহাবুবুল হক জানান, র্দূঘটনায় দুইজন নারী র্পযটক নিহত হয়ছেনে এবং র্দুঘটনা কবলিত র্পযটকদের উদ্ধারে পুলশি, সেনাবাহিনী এবং ফায়ার র্সাভিস টিম কাজ করছে।
আহতদের উদ্ধার করে রুমা হাসপাতাল এবং বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এদকিে বান্দরবনের জলো প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন র্দুঘটনার সংবাদ নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন আরো জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।