শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

বান্দরবানে বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার

বান্দরবানে বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের বনরূপা পাড়া এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার স্বামী সৌরভ দাশ কনস্টেবল হিসেবে পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছে। রুম্পার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামীসহ দুই সন্তানকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন রুম্পা দম্পতি। প্রতিদিনের ন্যায় রোববার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা আলাদা রুমে ঘুমাতে যান। পরে তার দুই সন্তান ও স্বামী ঘুমিয়ে পড়লে কোনও একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন সকালে স্বামীর ঘুম থেকে উঠে ডাকাডাকি করলেও দরজা না খুললে ফাঁক দিয়ে রুম্পাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে রুম্পার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, গলায় ফাঁস দিয়ে রুম্পা দাশ নামের এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছে। সে বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিল। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয় এখনও জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com