শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

বান্দরবানে বন্যা-পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তা প্রদান

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জনগণের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি বলেন, দুর্যোগময় পরিস্থিতি নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্টের সদস্যরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সময়ও তারা অগ্রণী ভুমিকা পালন করেছে। আর্তমানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তখনই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে বান্দরবানে সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বন্যা-পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তা প্রদান কালে তিনি একথা বলেন।

এসময় সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত জেলা সদর ও পৌরসভা এলাকার ৫৮৫ জন ব্যক্তিকে নগদ ৬ হাজার টাকা করে দেওয়া হয়। পর্যায়ক্রমে পুরো জেলার ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৯শ পরিবারের মধ্যে এই নগদ টাকা সহায়তা দেওয়া হবে বলে জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কর্মকর্তারা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, পৌরসভার মেয়র মো. সামশুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com