শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

বান্দরবানে নারী দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

বান্দরবানে নারী দিবস উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

বশির আহাম্মদ বান্দরবান জেলা প্রতিনিধি:: “আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক নারী দিবস কমিটি বান্দরবান।

শুক্রবার (৭ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এসময় দুর্বার চট্টগ্রাম অঞ্চলের সভানেত্রী ডনাইপ্রু নেলী উপস্থিত থেকে বলেন, জাতীয় বা রাষ্ট্রীয় জীবনের সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে নারীর নিজের কার্যকর অংশগ্রহণ, মতামত প্রদান বা ভূমিকা রাখার তেমন কোন সুযোগই থাকে না, অর্থাৎ নারীর জীবনের প্রতিটি পর্যায়েই তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অন্য কেউ। বলা যায়, তার উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় এবং ছলে-বলে-কৌশলে তা তাকে মানতে বাধ্য করা হয়। ধরেই নেয়া হয়, সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা ও জ্ঞানবুদ্ধি নারীর নেই। নারী সর্বদা, সর্বত্র পুরুষের অধস্তন, অধীনন্ত।

তিনি আরো বলেন, জন্ম থেকে মৃত্যু অবধি তার জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করবে পুরুষ। এই পুরুষতান্ত্রিক চিন্তাধারাও চর্চাপ্রসূত সিদ্ধান্ত, প্রথা, নিয়ম, আইন, বিধি-বিধান নারীর অগ্রগতি, এমনকি তার স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করে। তা কেবল নারীর নয়, সমগ্র দেশ ও জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।

এসময় বান্দরবান উইমেন এক্টিভিস্ট ফোরাম এর সভানেত্রী পাইপ্রাউ, উইমেন এক্টিভিস্ট ফোরাম এর প্রচার সম্পাদক উসাই মা,কর্মসূচী পরিচালক আখ্যইমং, সাধারণ সম্পাপদক সোয়ারু মুরুং, মানবাধিকার কর্মী অং চ মং মারমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন নারী নেতৃবৃন্ধ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com