বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান পৌর এলাকায় ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১১ আগস্ট) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করেন।
বান্দরবান পৌরসভার প্রশাসক এসএম মঞ্জুরুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই ধরণের আয়োজন। শিক্ষার্থী এবং অভিভাবকদের বেশি উৎসহ সৃষ্টি করবে, পাশাপাশি আগামীদিনে বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়বে। বান্দরবান পৌরসভার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় পৌর এলাকার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান হতে জিপিএ-৫ অর্জনকারী মোট (৮৪+৩)=৮৭ জন কৃতী শিক্ষার্থীকে “অদম্য মেধাবী” ভূষিত করে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রাইজবন্ড ও লাকী কূপনের মাধ্যমে উপহারসহ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক আগামীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গরীব ও অসহায় শিক্ষার্থীদের পৌরসভার পক্ষ থেকে মাসিক শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষনা দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতি ৮৭জন শিক্ষার্থীদের মাঝে প্রাইজবন্ড,সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।