বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

বাজার ব্যবস্থা সংস্কার করে জনগণকে রক্ষা করুন—সাইফুল হক

বাজার ব্যবস্থা সংস্কার করে জনগণকে রক্ষা করুন---সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক:: বাজার ব্যবস্থা সংষ্কার করে দ্রুত জনগণকে রক্ষা করুন। রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা দূর না হলে কোনো সংস্কারই কাজে আসবে না।

রোববার (২৬ জানুয়ারী) বিকেলে ঢাকার দোহারে লটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান আয় ও বৈষম্য টিকে থাকলে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। রাজনৈতিক সংস্কার টেকসই করতে হলে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে।

গণতন্ত্র মঞ্চের এ নেতা আরো বলেন, পাকিস্তানি জমানার মত এখনও এক দেশে যেন দুই সমাজ, দুই অর্থনীতি চলছে। দেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের রাজনৈতিক সংস্কারে যত আগ্রহ, অর্থনৈতিক সংস্কারে সেই আগ্রহ দেখা যায় না। অনেকগুলো সংস্কার কমিশন গঠন হলেও বৈষম্য বিলোপে কোন কমিশন গঠিত হয়নি। গত সাড়ে পাঁচ মাসে অর্থনৈতিক মাফিয়া ও দূর্বৃত্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়া হয়নি।

সাইফুল হক বলেন, বাজার ব্যবস্থার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাস্তবে এই বাজারের মাধ্যমে মানুষ কিনতেও ঠকে আবার বেঁচতেও ঠকে। তিনি উৎপাদকসহ জনগণকে রক্ষায় জরুরী ভিত্তিতে বাজার সংস্কারের পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দরা

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। কারও ভুল বা হটকারিতায় গণঅভ্যূত্থানের অর্জন নষ্ট করা যাবে না। এ ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণকে সতর্ক থাকতে হবে।

ছাত্র ও শ্রমিক জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এটা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দোহার উপজেলা কমিটির সম্পাদক আবদুল হাকিম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, পার্টির নবাবগঞ্জ জেলার সংগঠক শাহাদাত হোসেন খোকন, খন্দকার আলী আব্বাস স্মৃতি সংসদের নেতা আজহারুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com