সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজারে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল জব্বার পাগলা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুকানদিঘী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার মৃত গমরদ্দির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির কাঁচা বাজার করে সুকানদিঘী বাজারে আসছিলেন আব্দুল জব্বার। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতানিশ্চিত করেছেন।