বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

বাগবাড়ীতে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আল আমিন মন্ডল, বগুড়া থেকে:: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে শাহাদৎবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, জিয়াউর রহমান টুটুল, জহুরুল ইসলাম সজল, হায়দার আলী, ফজলুল হক ফটো, মতিয়ার রহমান, থানা যুবদলের আহবায়ক আরিফুর রমন মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজা উদ্দিন, যুবদল নেতা আনজু, পোটল, গেদা, মমিন, জাহিদুল, রেজা, আশিক, আসাদুল, সুমন, ছাত্রদল নেতা মুন, মোহন, মাসুদ রানা, শ্রমিকদল নেতা রফিকুল, সাদেকুল, সাহেব আলী, জুয়েল, সাইফুল, স্বেচ্ছাসেবকদল নেতা আল আমিন প্রমূখ।

এর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু-সুস্বাস্থ্য ও জিয়া পরিবারের জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com