সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

বাংলাদেশ হকি দল গ্রুপ চ্যাম্পিয়ন টানা তিন জয়ে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ১ মে বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়েছেন রাসেল মাহমুদ জিমি, সারোয়ার হোসেনরা। বাকি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করাটা।

১ মে বৃহস্পতিবার টানা তিন জয়ে সেটাও করে ফেলেছে বাংলাদেশ হকি দল। এই জয়ে ৩ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে বাছাই পর্বে বি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলবেন কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা। এ-গ্রুপ থেকে সমান পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজদের অন্যতম প্রতিদ্বন্দ্বি ওমান। এশিয়ান গেমস বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বিশ্ব র‌্যাংকিংয়ে সিঙ্গাপুর থেকে বেশ এগিয়ে বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান গেমস বাছাই হকির সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে সিঙ্গাপুরের (৫৪) চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ (৩১)। গত মার্চে এএইচএফ কাপে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

এক মাস পর চিত্রটা সমান হল না। এশিয়ান গেমসের বাছাইয়ে বাংলাদেশকে সহজে জিততে দেয়নি সিঙ্গাপুর। মোহাম্মদ রাকিবুলের একমাত্র লক্ষ্যভেদে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। ম্যাচ শুরুর ১৯ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়।

এরপর আর কোন দলই গোল দিতে পারেনি। শনিবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। এ-গ্রুপে হংকং ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল শেষ চারে বাংলাদেশের মুখোমুখি হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com