রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

বাংলাদেশ লীগে বিকেএসপি ও পুলিশ আরচারি ক্লাব চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥  বৃহস্পাতিবার ৯জুন দিনব্যাপী টঙ্গীস্থ আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বাংলাদেশ লিগ-১ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ-১ এর খেলা দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

খেলায় রিকার্ভ ডিভিশনে ৮টি এবং কম্পাউন্ড ডিভিশনে ৮টি দল অংশগ্রহণ করে। এখানে উল্লেখ্য যে, প্রতি ডিভিশনে পুরুষ ও মহিলা সমন্বয়ে ৮জন আরচারের মাধ্যমে দল গঠন করতে পারবে। উক্ত ৮ জনের মধ্য হতে ৩জন করে দলভূক্ত হয়ে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। শুধুমাত্র দলগত ইভেন্টে লিগের খেলা অনুষ্ঠিত হবে। লিগে অংশগ্রহণকারী দলের সকলেই প্রতি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। ৮টি দলের সকলেই ৭টি খেলায় অংশ নেয়। গতকালের ভুল তথ্যের জন্য আন্তরিকভাবে দু:খিত।

রিকার্ভ ডিভিশনে বিকেএসপি (সবুজ) ৭টি খেলর মধ্যে ৬টিতে জয় লাভ করে এবং ১টিতে পরাজিত হয়ে ১২ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ লিগ-১ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর্মি আরচারি ক্লাব ৭টি খেলার মধ্যে ৫টিতে জয় লাভ করে এবং ২টিতে পরাজিত হয়ে ১০ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। ১০ পয়েন্ট অর্জন করে ৩য় হয় বাংলাদেশ আনসার। ৮ পয়েন্ট অর্জন করে ৪র্থ হয় বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব, ৪ পয়েন্ট অর্জন করে ৫ম হয় নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, ৪ পয়েন্ট অর্জন করে ৬ষ্ঠ হয় বিকেএসপি (লাল), ৪ পয়েন্ট অর্জন করে ৭ম হয় বাংলাদেশ বিমান বাহিনী এবং ৪ পয়েন্ট অর্জন করে ৮ম হয় বিজিবি। লিগ পয়েন্ট সমান হওয়ায় যে দলের সর্বমোট সেট পয়েন্ট বেশী সে দলকে লিগ তালিকার উপরে রাখা হয়।

কম্পাউন্ড ডিভিশনে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাব ৭টি খেলার মধ্যে ৬টিতে জয় লাভ করে এবং ১টিতে পরাজিত হয়ে ১২ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ লিগ-এ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজিবি ৭টি খেলার মধ্যে ৬টিতে জয় লাভ করে এবং ১টিতে পরাজিত হয়ে ১২ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ হয়। এএসপিটিএস আরচারি ক্লাব ১০ পয়েন্ট অর্জন করে ৩য়, আর্মী আরচারি ক্লাব ৮ পয়েন্ট অর্জন করে ৪র্থ, বিকেএসপি (সবুজ) ৮ পয়েন্ট অর্জন করে ৫ম, বাংলাদেশ আনসার ২ পয়েন্ট অর্জন করে ৬ষ্ঠ, বিকেএসপি (লাল) ২ পয়েন্ট অর্জন করে ৭ম এবং বাংলাদেশ বিমান বাহিনী কোনো পয়েন্ট অর্জন করতে পারে নি। লিগ পয়েন্ট সমান হওয়ায় যে দলের সর্বমোট পয়েন্ট বেশী সে দলকে লিগ তালিকার উপরে রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com