শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
আশরাফুল আবেদীন, ঈশ্বরদী থেকে॥
শনিবার বেলা ১১টায় ঈশ্বরদী ঈমান কমিউনিটি সেন্টারে প্রয়াত ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির স্মরণে স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি। পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহিম লাল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ্যাড. শামসুল হক টুকু এমপি, আহমেদ কবীর ফিরোজ এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, শহিদুল হক বকুল এমপি, খন্দকার গোলাম ফারুক প্রিন্স, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, নায়েব আলী বিশ্বাস, মৎস্যজীবিলীগের কেন্দ্রিয় নেতা ইঞ্জিঃ আব্দুল আলিম, স্বোচ্ছাসেবক লীগের কেনিদ্রয় নেতা রফিকুল ইসলাম লিটন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পাবনা-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, আবুল কালাম আাজাদ বাবু, বাবু চন্দন কুমার চক্রবর্তী, ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, শহিদুল ইসলাম রতন ও আব্দুল গোফুর মিয়াসহ ২৫ জন নেতা বক্তব্য দেন।
বিধস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু যখন দাঁড় করানোর চেষ্টা করছিলেন ঠিক তখনই মার্কিন দোসররা ১৯৭৫ সালে সেই বাড়িতেই বঙ্গবন্ধুসহ ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছিল উল্লেখ করে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, যখন বাংলাদেশ অন্ধকারে ছিল, ঘরে ঘরে আর্তনাদ চলছিল তখন জননেত্রী শেখ হাসিনা আলোর দিশারী হিসেবে দেশে এসে আওয়ামীলীগকে সুসংগঠিত করেন। সেই আওয়ামীলীগ এখন ক্ষমতায় এসে বিরামহীন ভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। আর বিএনপি একের পর এক ষড়যন্ত্রের জাল বিছিয়ে যাচ্ছে। তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসকে বিজয়ী করতে সকলকে একত্রে কাজ করার আহবান জান।
সম্মানিত অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, নির্বাচনী মাঠে যাতে মারামারি হানাহানি না হয় এবং দেশ বিরোধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে সে জন্য সকলকে জাগ্রত থাকতে হবে। প্রতিনিধি সম্মেলন শুরুতে জাতিরজনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদ এবং প্রয়াত শামসুর রহমান শরীফ স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে পাবনা জেলাসহ সকল উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীকাল রবিবার সকালে আটঘরিয়াতেও প্রয়াত ভুমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির স্মরণে স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।