মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: পলিসি রিসার্চ ইনস্টিটিউট—পিআরআইয়ের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ করেছে সরকার। তিনি আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হলো। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা সর্বোচ্চ ৬৭ বছর। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স এখন ৭২ বছর ৮ মাস। তাই এই বয়সসীমা তুলে দেওয়ার বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ বিষয়টি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা কাউন্সিলেরর সভায় ওঠানো হবে। সভায় বয়স তুলে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করার পর ১৯৭৬ সালে এই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে কিছুকাল শিক্ষকতাও করেন। পরে ১৯৭৭ সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে কর্মজীবনে থাকা অবস্থায় ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

দুই দফায় লম্বা সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল—আইএমএফে কাজের অভিজ্ঞতা থাকা আহসান এইচ মনসুর ১৯৮৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা ছিলেন।

আহসান এইচ মনসুর ২০১৯ তারিখে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি পলিসি ইনসাইটসের সম্পাদকীয় উপদেষ্টা বোর্ডের সদস্য। এছাড়া তিনি ওয়ালটনের একজন স্বাধীন পরিচালক।

নানা সময়ে এই অর্থনীতিবিদ বাংলাদেশ সরকারের জিডিপি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি ব্যবহারের সুপারিশ করেন। বিগত সরকারের সময়ে ঋণ খেলাপি কমাতে আর্থিক খাতে সংস্কারের আহ্বানও জানিয়েছিলেন।

এছাড়াও নিজেদের মালিকানাধীন ব্যাংক থেকে ঋণ ব্যবহার করে এস আলম গ্রুপের ব্যাংক কেনার বিষয়ে সমালোচনামূলক কথা বলেছেন। ২০২৩ সালে বাংলাদেশে অর্থনৈতিক ধাক্কা সরকারের নিষ্ক্রিয়তার ফলাফল হিসেবে চিহ্নিত করেছিলেন আর্থিক খাতের এই বিশ্লেষক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com