মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১ মার্চ প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জেতায় এখন টেস্ট সিরিজ ভালো করার দিকেই মনোযোগী বাংলাদেশ ক্রিকেটাররা। তা সম্ভবও বলে মনে করছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতানো পেসার এবাদত হোসেন। ‘সবার বিশ্বাস বেড়ে গেছে’ প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ এখন ফুরফুরে। বাংলাদেশের পেসার এবাদত হোসেনের মনে হচ্ছে, দেশটিতে টেস্টেও ব্যর্থতার বৃত্ত এবার ভাঙা সম্ভব।
এবাদত বলেন, ‘নিউজিল্যান্ডকে হারিয়ে আমরা বছরের শুরুটা ভালো করেছি। ওখান থেকে দলের আবহ অনেক ভালো, সবার বিশ্বাস বেড়ে গেছে।’
‘ওয়ানডে সিরিজ অনেক কঠিন ছিল, ঐ জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে’। বাংলাদেশ পেসার এবাদত হোসেন টেস্ট
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় পেসার এবাদত শোনালেন সেই আশার বাণী। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জেতা খুবই কঠিন ছিল। আমাদের পেসাররা খুব ভালো বোলিং করেছে, তামিম ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, লিটন খুব ভালো ব্যাটিং করেছে। ওয়ানডেতে সিরিজ জেতার পর সবাই আরও উজ্জীবিত। সবার মধ্যে আত্মবিশ্বাস জেগেছে, এই আত্মবিশ্বাস নিয়ে আমরা টেস্ট ম্যাচ শুরু করতে চাই। ইনশাল্লাহ আমরা এই টেস্টে ভালো কিছু করব।’
ওয়ানডে সিরিজ জয় যে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তাও বলেন মাউন্ট মঙ্গানুইয়ে ৭ উইকেট শিকার করে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতানো পেসার এবাদত, ‘ওয়ানডে সিরিজ অনেক কঠিন ছিল। ঐ জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে টেস্ট শুরু করতে চাই। আশা করি টেস্টে ভালো করব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো করার আশা করছেন এবাদত, ‘উইকেট ভালো। আশা করছি ম্যাচেও এমন উইকেট থাকবে। সেই অনুযায়ী সবাই নিজেদের মত প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। লাইন ও লেন্থ ঠিক রেখে বল করার চেষ্টা করছি।’