মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চায়

ওয়েস্ট ইন্ডিজকেও হারাতে চায় বাংলাদেশপাকিস্তানকে হারানোর পর বাংলাদেশ নারী ক্রিকেটারদের উল্লাস কী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দেখার মিলবে?

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দলের বিপক্ষে কখনোই ওয়ানডে খেলেনি। তাই বাংলাদেশ নারীদের ক্রিকেট খেলা সম্পর্কে জানে না ওয়েস্ট ইন্ডিজ। ঠিক একই অবস্থা বাংলাদেশেরও। ওয়েস্ট ইন্ডিজ নারীদের ক্রিকেট খেলা সম্পর্কে জানেনা বাংলাদেশ নারী ক্রিকেটাররা। আর এখানেই সম্ভাবনা জেগেছে। যেহেতু কেউ কারো সম্পর্কে জানেনা, তাই জয়ের আশা আছে বাংলাদেশেরও।

আগামীকাল ভোর ৪ টায় নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ওয়ানডে বিশ্বকাপে পরস্পরের বিপক্ষে লড়াই করবে দুই দল। এই ম্যাচটির আগে দুই দল কোন ওয়ানডে ম্যাচে লড়াই না করলেও ৩বার টি-২০ ম্যাচ খেলেছে। তিনবারই সহজে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আবার এবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচেই স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়েছে। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও জয় পেয়েছে। অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরেছে। আর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে। প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেই প্রথম জয় পেয়ে ইতিহাস গড়েছে। বিশ্বকাপ স্মরণীয় করে ফেলেছে। এখন এই সাফল্য আরও যত বাড়ানো যায়, সেই দিকেই মনোযোগী বাংলাদেশ নারী ক্রিকেট দল।

‘এটা ভালো ব্যাপার, ওরা আমাদের চেনে না, আমরাও ওদের ব্যাপারে কিছু জানি না’
নিগার সঙ্গে যোগ করেন, ‘আমার মনে হয়, এটা ভালো ব্যাপার। ওরা আমাদের চেনে না, আমরাও ওদের ব্যাপারে কিছু জানি না। এটা একটা সুবিধা হতে পারে। ওরা জানে না, আমরা কীভাবে খেলি। আমরা আমাদের শক্তির জায়গায় আস্থা রেখে খেলব। সেভাবেই পরিকল্পনা করব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখনও খেলিনি কিন্তু আমরা তাদের খেলা দেখেছি। আমাদের এ্যানালিস্ট কিন্তু চেষ্টা করছেন যত ধরনের তথ্য আছে আমাদের দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে ব্যাটাররা যেমন বোলারদের জন্য পরিকল্পনা করছে, বোলাররাও ব্যাটারদের জন্য পরিকল্পনা করছে। তারা হয়তো পাওয়ার ক্রিকেটে বিশ্বাসী। আমি বিশ্বাস করি, আমাদের বোলারদের যে সামর্থ্য আছে আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেটটা খেলতে পারি, মনে হয় যে, ফলাফলটা আমাদের দিকেই আসবে।’

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা

‘আমরা আগের ম্যাচের প্রাপ্তিগুলো নিতে চাই এবং সেগুলো পরের ম্যাচেও করতে চাই’

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা যেমন বলেছেন, ‘গত ম্যাচটা ছিল অসাধারণ। বিশ্বকাপে প্রথম জয় ছিল দারুণ আনন্দের। আমরা সেই ম্যাচ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আগের ম্যাচের প্রাপ্তিগুলো নিতে চাই এবং সেগুলো পরের ম্যাচেও করতে চাই। আমাদের দলের ক্ষেত্রে আমরা ভালো একটা মোমেন্টাম পেয়েছি। সেটার দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। ম্যাচ জিতে এসেছি বা ফুরফুরে মেজাজে আছে (দলের সবাই)। যার জন্য আমার মনে হয়, আমরা ইতিবাচকভাবে আরও ভালো করার জন্য রোমাঞ্চিত। কারণ, আমরা জানি এখানে যদি আমরা ভালো করতে পারি, আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে এবং ভবিষ্যতে যে প্রজন্ম আসবে তাদের জন্য অনেক অনুপ্ররেণাদায়ক হবে।’

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com