মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ তিনটি ওয়ানডে শেষ হয়েছে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে। ২-১ ব্যবধানে জিতেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শেষ হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে আর একটি মাত্র ম্যাচ বাকি আছে। বাংলাদেশ ২২০ রানে হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে। এখন দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামার পালা। সফরের শেষ ম্যাচ এটি।
ম্যাচটি পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে হবে। ৮ এপ্রিল শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি খেলতে প্রথম টেস্টের ভেন্যু ডারবান থেকে পোর্ট এলিজাবেথে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মুমিনুল, মুশফিকরা এখন পোর্ট এলিজাবেথে দুইদিন প্রস্তুতি সেরে নেবে। এরপর শুক্রবার দুপুর ২ টা থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। টেস্টটিতে জিততে পারলে সিরিজ ১-১ ড্র হবে। আর ড্র হলে ০-১ ব্যবধানে সিরিজ হারবে বাংলাদেশ। আর হারলে ২-০ ব্যবধানে হার হবে। হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।
পোর্ট এলিজাবেথে হোটেলে উঠছেন মুশফিকুর রহিম
তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম না থাকায় পেস আক্রমনে পোর্ট এলিজাবেথে আবু জায়েদ রাহীও ভরসা
পোর্ট এলিজাবেথ মাতাতে পারবেন লিটন কুমার দাস?
দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দুইজনই দেশে ফিরে আসছেন। তাসকিনের কাঁধে ব্যথা। আর শরিফুলের গোড়ালিতে চোট আছে। দুইজনই শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মাসের ১৫ তারিখ শুরু হতে যাওয়া দেশের মাটিতে টেস্ট সিরিজের আগে ফিট হতে রিহ্যাবে থাকবেন। এ দুই পেসারের বদলী কাউকে নেওয়া হয়নি। দলে আবু জায়েদ রাহী ও শহিদুল ইসলাম তো আছেনই। প্রথম টেস্ট পেটের পীড়ায় খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল। এবার দ্বিতীয় টেস্টে খেলবেন।