মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

বাংলাদেশ টি-২০তে ভারতকে হারানোর প্রেরণা সঙ্গী করে ওয়ানডেতে লড়াই করবে

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ অনেক শক্তিশালী দলও। এই দলটিকেই অবশ্য ২০১৮ সালের টি-২০ এশিয়া কাপে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপের খেলায় হারানোর পর ফাইনালেও ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই হারানোর স্মৃতি, প্রেরণা সঙ্গী করেই আগামীকাল ভারতের বিপক্ষে লড়াই করতে নামবে বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কে খেলা। সকাল ৭ টায় শুরু। আশা তো করতেই পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানকে এই মাঠেই হারিয়েছিল। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলতে গিয়ে প্রথম জয় পেয়েছিল। তবে এবার প্রতিপক্ষ ভারত নারী ক্রিকেট দল। যে দলটি নারী ক্রিকেটে এশিয়ার সেরা দলও। গত আসরের রানার্সআপ দলও।

ভারতের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে চারবার লড়াই করে প্রতিবারই হার হয়েছে বাংলাদেশের। টি-২০তে ১২ বারের লড়াইয়ে এশিয়া কাপে দুইবার জয় মিলেছে। ১০ বারই হার হয়েছে। তাতেই বোঝা যাচ্ছে, ভারত কতটা শক্তিশালী দল। এবারে পয়েন্ট তালিকায় এখনও সেরা চার দলের একটি ভারত। তবে বাংলাদেশ নারী ক্রিকেটাররা উৎফুল্লই আছে। তারা জানে, আরেকটি জয় মিললে বিশ্বকাপ আরও সুমধুর হয়ে যাবে।

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের টি২০ খেলার অভিজ্ঞতাই বেশি। ওদের বিপক্ষে ভালো রেকর্ড আছে। ২০১৮ সালে এশিয়া কাপ জেতার পরে ওদের বিপক্ষে খেললে সব সময় অন্যরকম আমেজ বিরাজ করে। অনেক অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে আছে যারা তাদের সঙ্গে খেলেছে। আর উইকেট সম্পর্কেও আমরা জানি। শেষ হ্যামিল্টনে খেলেছি পাকিস্তানের সঙ্গে। উইকেট, কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা আছে। ওই উইকেটে ভালো খেলার অভিজ্ঞতা আছে। আশা করি, আমরা ভালো খেলব। আগামীকাল যে ম্যাচ ভারতের বিপক্ষে সেটা নিয়ে চিন্তা করছি। অবশ্য ভারত এশিয়ার ভেতরে একটা বড় শক্তি। সব বিভাগ মিলিয়ে ভালো খেলার চেষ্টা করব।’

২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালের একাদশে বাংলাদেশের শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তার এই বিশ্বকাপেও আছেন। ভারতের ওই ম্যাচ খেলা মিতালি রাজ, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, হারমানপ্রীত কৌর, দীপ্তি শর্মা ও ঝুলন গোস্বামী আছেন এবারের বিশ্বকাপে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com