মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ২২ মার্চ মঙ্গলবার ঢাকা থেকে বিমানযোগে রওনা হয়ে চার ঘণ্টা পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মালদ্বীপ পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের মালেতে বৃহস্পতিবার স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে গত নবেম্বরের পর আন্তর্জাতিক ফুটবলে ফিরবে তারা। বিশ্রাম করার পর ও কোভিড টেস্ট করানোর পর ফলাফল সাপেক্ষে আগামী বুধবার বাংলাদেশ তারা প্রথমবারের মতো অনুশীলন করবে। কাল বৃহস্পতিবার মালদ্বীপের মালেতে মালদ্বীপের সঙ্গে মালে ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের জয়ের ১৮ বছর পর গত নভে¤॥^রে শ্রীলঙ্কার কল¤ে॥^ায় প্রাইম মিনিস্টার মহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বীপ দেশটির বিপক্ষে অবশ্য কখনও তাদের মাঠে জেতা হয়নি বাংলাদেশের। এবার সে বৃত্ত ভাঙার পণ করেই নোঙর ফেলেছে দল। এ ম্যাচ দিয়ে নতুন কোচ কাবরেরার হাত ধরে পথচলা শুরু হবে বাংলাদেশের। গত জানুয়ারিতে স্প্যানিশ এই কোচকে দায়িত্ব দেয় বাফুফে।
এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপকে তাদের মাটিতে হারানোর কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের নতুন কোচ ক্যাবরেরার অভিষেক হচ্ছে মালদ্বীপের বিরুদ্ধে। প্রায় চার মাস পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে। জুনে এশিয়ান কাপ বাছাই। সেই বাছাইয়ের আগে মার্চের এই দুই ম্যাচ ক্যাবরেরার জন্য খুব গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ দল ঃ আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, তারিক কাজী, রিয়াদুল হাসান, টুটুল হোসেন বাদশা, ঈসা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, ইয়াসিন আরাফাত, রায়হান হাসান, জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, মাসুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, মারাজ হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, রাকিব হোসেন, জাফর ইকবাল ও নাবিব নেওয়াজ জীবন।
২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের জয়ের ১৮ বছর পর গত নভে¤॥^রে শ্রীলঙ্কার কল¤ে॥^ায় প্রাইম মিনিস্টার মহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
দ্বীপ দেশটির বিপক্ষে অবশ্য কখনও তাদের মাঠে জেতা হয়নি বাংলাদেশের। এবার সে বৃত্ত ভাঙার পণ করেই নোঙর ফেলেছে দল। এ ম্যাচ দিয়ে নতুন কোচ কাবরেরার হাত ধরে পথচলা শুরু হবে বাংলাদেশের। গত জানুয়ারিতে স্প্যানিশ এই কোচকে দায়িত্ব দেয় বাফুফে।