বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা জেলা দক্ষিণ এর কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ১৪ জুলাই নবাবগঞ্জের ছোট্ট বক্সনগর জামে মসজিদে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণগঠন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিস ও ঢাকা জেলা দক্ষিণ এর মজলিসে শূরার অধিবেশন উপদেষ্টা মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে কমটির পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রধান উপস্থিত থেকে শূরায় অধিবেশন শুরু করেন। মুফতি ফরহাদ হুসাইনকে সভাপতি ও মোহাম্মদ আলী আহমদ মাদবরকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা দক্ষিণ কমিটি পুনর্গঠন করা হয়। এসময় দক্ষিণের সকল সদস্য ও সমর্থকগন উপস্থিত ছিলেন।