সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ আরচারি দল ফ্রান্স যাচ্ছে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ইরাকে এশিয়া কাপ আরচারিতে অংশ নিয়ে তিনটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জপদক জিতে দেশে ফিরেছেন সিনিয়র আরচাররা। এবার পালা জুনিয়রদের। সামার স্কুল গেমসে অংশ নিতে আগামীকাল ১৪ মে শনিবার ফ্রান্সে যাচ্ছে সাত সদস্যবিশিষ্ট বাংলাদেশ আরচারি দল।

আগামী ১৬ হতে ২১ মে ২০২২ পর্যন্ত ফ্রান্সের নরম্যান্ডিতে ১৯তম সামার স্কুল গেমস ২০২২ অনুষ্ঠিত হবে। গেমসের আরচারি ডিসিপ্লিনে দেশের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশ আরচারি ফেডারেশনের সহায়তায় এবং বিকেএসপি’র অর্থায়নে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচারি দল ১জন প্রশিক্ষক, ৩জন রিকার্ভ পুরুষ, ১জন রিকার্ভ মহিলা, ১জন কম্পাউন্ড পুরুষ ও ১জন কম্পাউন্ড মহিলা আরচার অংশগ্রহণ করবে।

বাংলাদেশ দল আগামীকাল ১৪ মে শনিবার এ্যামিরেট্স এয়ারলাইনস যোগে ঢাকা ত্যাগ করবেন। গেমসের আরচারি ডিসিপ্লিনের অফিসিয়াল প্র্যাকটিস, ইনস্ট্রুমেন্ট ইন্সপেকশন ও টেকনিক্যাল মিটিং ১৬ মে ২০২২ এবং কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা ১৭ মে ২০২২ অনুষ্ঠিত হবে।

সাত সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচারি দলের তালিকা

১. মো: নূরে আলম- প্রশিক্ষক, ২. মো: মিশাদ প্রধান- আরচার, রিকার্ভ-পুরুষ, ১. মো: সাগর ইসলাম, আরচার, রিকার্ভ-পুরুষ, ৪. মো: রাকিব মিয়া- আরচার, রিকার্ভ-পুরুষ, ১. ফামিদা সুলতানা নিশা-আরচ্যার, রিকার্ভ-মহিলা, ৬. মো: আসিফ মাহমুদ-আরচ্যার, কম্পাউন্ড-পুরুষ এবং ৭. পুস্পিতা জামান-আরচ্যার, কম্পাউন্ড-মহিলা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com