শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ভারতে পালিয়ে গিয়ে হাসিনা এখন বাংলাদেশের ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। দেশের বাহিরে থেকে উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টাকারীদের ব্যাপারে সচেতন থাকতে হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১২ টার দিকে লালমনিরহাটের কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দূর্গামন্দিরে ৩০তম ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রতির দেশ। এখানে হিন্দু-মুসলমান, বৈদ্ধ, খ্রীষ্টান মিলেমিশে চলছি দীর্ঘদিন ধরে। একটি গোষ্ঠী নিজের স্বার্থ রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের ব্যবহার করে বলেও মন্তব্য করেন তিনি। এসময় সনাতনীদের কোনো গোষ্ঠীর জন্য ব্যবহৃত না হওয়া আহবান জানান বিএনপি নেতা দুলু।
দুলু আরও বলেন, একমাত্র লালমনিরহাট জেলায় দির্ঘদিন ধরে একই উঠানে মসজিদ-মন্দির অবস্থিত হওয়ায় হিন্দু মুসলমানরা সুন্দর মনরোম পরিবেশে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। কোনদিন কোন সমস্যার সৃষ্টি বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এতেই প্রমানিত হয় শুধু লালমনিরহাট জেলা নয়, গোটা বাংলাদেশ ধর্মীম সম্প্রীতির দেশ।
লাৱমনিরহাট কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরে মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র বর্মনের সভাপতিত্বে শনিবার রাত থেকে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার হিন্দু ধর্মালম্বীরা অংশ নেন।
গত শনিবার (২১ ডিসেম্বর) শ্রীমভগবদগীতা পাঠ ও অধিবাস কীর্তনের মধ্য শুরু হওয়া বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন আজ(মঙ্গলবার,২৪ ডিসেম্বর ) সারারাত মহাপ্রভুর ভোগরাগ ও মহোৎসব পালন শেষে এ অনুষ্ঠান শেষ হবে।