মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন

বাংলাদেশের মেয়েরা নেপালকে উড়িয়ে দিল

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ম্যাচ শুরুর মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় নেপালের জালে বল জড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত এক জয়েই সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে পথচলা শুরু করল বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত এক কর্নার কিক থেকে আফিদা হেডে প্রথম গোলটি করেন।

১৭ মার্চ বৃহস্পতিবার ভারতের জামসেদপুরের জেআরডি টাটা একাডেমি মাঠে স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে নেপালকে। জয়ী দলের চার গোলদাতা আফিদা খাতুন, আকলিমা খাতুন, ইতি খাতুন ও শাহানা আক্তার রিপা। বাংলাদেশের মেয়েরা নেপালকে উড়িয়ে দিয়ে শুরু করল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ আসরে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল নেপাল। নেপাল প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে হেরেছিল ৭-০ গোলে জয়ে বুধবার শুরু হয়েছে তিন দেশের এই টুর্নামেন্ট। মাঠের লড়াই শুরু হতেই স্বপ্না রানীর কর্নারে আফিদার হেড চোখের পলকে জালে জড়ায়। ম্যাচে লিড নিতে বেশি সময় নেয়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বাংলাদেশ একের পর আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারছিল না।

২৯তম মিনিটে গোল হজম করে বসে তারা। বক্সের বেশ বাইরে থেকে দিপার আচমকা শট অনেকটা লাফিয়ে ওঠা রুপনা চাকমাকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ওই একবারই বাংলাদেশ বল কুড়িয়েছিল গোলপোস্ট থেকে। বাকি সময় এক তরফা খেলে সহজ জয় নিয়ে টুর্নামেন্ট সূচনা করে বাংলাদেশ।

৩৩ মিনিটে আকলিমার গোলে ২-১ ব্যবধানে লিড নেয় লাল-সবুজের মেয়েরা। দুই মিনিট পর ব্যবধান ৩-১ করেন ইতি খাতুন। ৪৩ মিনিটে শাহানা আক্তার রিপার গোলে ব্যবধান হয় ৪-১।
বাংলাদেশ প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয়। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান নেপাল গোলরক্ষক; ফাঁকায় বল পেয়ে সুযোগ কাজ লাগান রিপা। দ্বিতীয়ার্ধে নেপালের রক্ষণে চাপ ধরে রাখলেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না বাংলাদেশ। ৭৫তম মিনিটে শামসুন্নাহারকে তুলে হালিমা আক্তারকে নামান কোচ।

এরপর বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। উল্টো ইনজুরি সময়ে নেপাল গোল করে ব্যবধান কমিয়ে ২-৪ করে। গোল করেন আমিশা। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ১৯ মার্চ।

শেষ দিকে নেপালের আমিশার শট ঝাঁপিয়ে আটকান রুপনা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নেপালের এই ফরোয়ার্ডের আরেকটি শট ছুটে এসেও আটকাতে পারেননি তিনি। তাতে অবশ্য বাংলাদেশের জয়ের আনন্দ কমেনি।

আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিরতি লেগে ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com