রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় ১৩ ভারতীয় জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণের সময় ১টি ভারতীয় মাছ ধরার ট্রলার ও ১৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (৮ আগস্ট) বিকালে তাদেরকে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ৭ আগস্ট বেলা অনুমান সাড়ে ১২টার সময় মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৫.৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের জলসীমানা হতে তাদেরকে আটক করে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর জাহাজ সোনার বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশি মাছ ধরার ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণ করতে দেখে।

তিনি আরও জানান, উক্ত ট্রলার কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া করে। একপর্যায়ে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৫.৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের জলসীমানা হতে আটক করে। এ ব্যাপারে থানায় মামলার দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com