বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টি২৪ডটকম ॥ দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) চলতি বছর ৬০ বছর পূর্ণ করেছে। ৫০ বছর আগে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে উদিত হয় নতুন এক দেশ বাংলাদেশ। এই ৫০ বছরে অন্য বিভিন্ন সেক্টরের মতো ধীরে ধীরে এগিয়েছে দেশের ক্রীড়াঙ্গণও। গত অর্ধশতাব্দিতে দেশের ক্রীড়াঙ্গণে অবদান রেখেছেন অনেকেই। যার মধ্য থেকে ভোটিংয়ের মাধ্যমে ১০জন করে ক্রীড়াবিদ ও সংবাদিকদের পুরস্কৃত করছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)।
১০ ক্রীড়াবিদ হলেন- ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান, ফুটবলে কাজী সালাউদ্দিন ও মোনেম মুন্না, সাঁতারে মোশাররফ হোসেন খান, বক্সিংয়ে মোশাররফ হোসেন, দাবায় নিয়াজ মোরশেদ, অ্যাথলেটিকসে প্রয়াত শাহ আলম, শুটিংয়ে আসিফ হোসেন খান এবং গলফে সিদ্দিকুর রহমান। ১০ সেরা সাংবাদিক হলেন-তৌফিক আজিজ খান, বদি-উজ-জামান, মুহাম্মদ কামরুজ্জামান, আবদুল তৌহিদ, আতাউল হক মল্লিক, মতিউর রহমান চৌধুরী, দিলু খন্দকার, শহিদুল আজম ও মোস্তফা মামুন। বিশেষ সম্মাননা পাচ্ছেন স্বাধীনতা যুদ্ধের সময় জয় বাংলা ব্যাট নিয়ে খেলতে নামা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এএসএম রকিবুল হাসান। আগামী শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে এই ২১ জন ও তাদের পরিবারের হাতে ট্রফি ও এক লাখ টাকা করে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এ সময় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান উপস্থিত থাকবেন। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসপিএর সভাপতি সনৎ বাবলা ও সাধারন সম্পাদক সামন হোসেন। বিএসপিএর আয়োজনে পৃষ্ঠপোষকতা করবে বসুন্ধরা গ্রুপ।