সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

খুলনা প্রতিনিধি: খুলনায় অস্বাভাবিক জোয়ারের পানিতে বদ্ধ জলমহলের বাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে আমনের বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাছের ঘের। এছাড়াও পানি বন্দী হয়ে পড়েছে অন্তত পাঁচ শতাধিক পরিবার।জেলার পাইকগাছার দেলুটি ইউনিয়নের এই ঘটনা ঘটে।

৭ আগস্ট, শুক্রবার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে প্রাথমিকভাবে বাঁধটি মেরামত করা হলেও আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানির তোড়ে চকরিবরকি নদীর উত্তর মাথার ক্ষতিগ্রস্ত বাঁধটি ভেঙে যায়। এতে গেওয়াবুনিয়া, পারমধুখালী ও চকরিবকরি এলাকা পানিতে প্লাবিত হয়।

স্থানীয় স্কুল শিক্ষক সুকৃতি মোহন সরকার বলেন, ‘চকরিবকরি নদীর উত্তর মাথার বাঁধ জোয়ারের পানিতে ভেঙে গিয়ে গেউয়াবুনিয়া, পারমধুখালী ও চকরিবকরি গ্রামের বাড়িঘর, মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।’

এ বিষয়ে দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, আনাম নামে এক ব্যক্তি চকরিবকরি নদীর উত্তর মাথায় ৩৭ একর জলমহলটিতে মাছ চাষ করে আসছেন। কিন্তু এর উত্তর ও দক্ষিণ পাশের দুটি বাঁধ দীর্ঘদিন মেরামত না করায় সেটি মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়ে। ফলে জোয়ারের পানির চাপে উত্তর পাশের বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়েছে।

তিনি আরো জানান, তবে স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় শুক্রবার দিনভর এলাকাবাসীর সহায়তায় ও তাদের স্বেচ্ছাশ্রমে বাঁধটি আপাতত মেরামত করা সম্ভব হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com