সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এএফসি কাপ খেলতে কলকাতা গেছে বাংলাদেশ । বুধবার ১৮ মে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা। ২৪ মে শেষ হবে কিংসের খেলা। এরপর জিকো-সোহেলরা দেশে ফিরলে দল চূড়ান্ত করবেন কাবরেরা।
আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে বাছাই। আগামী বছর হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বের স্বাগতিক ছিল চীন; কিন্তু শনিবার তাদের সরে দাঁড়ানোর কথা জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তবে বাছাইয়ের প্রস্তুতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
‘আপাতত’ পাওয়া ২১ জনকে নিয়ে সোমবার থেকে ক্যাম্প শুরু করবেন কাবরেরা। দলের সঙ্গে কেবল অনুশীলনের জন্য বাফুফের এলিট একাডেমির তরুণ গোলকিপার আসিফ হোসেনকে রেখেছেন এই স্প্যানিশ কোচ।
বসুন্ধরা কিংসের সঙ্গে এই গ্রুপে আছে ভারতের মোহনবাগান, গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। বসুন্ধরা কিংস ১৮ মে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কিংসের দ্বিতীয় ম্যাচ ২১ মে ভারতীয় জায়ান্ট মোহনবাগানের বিপক্ষে। যে দলটি বাংলাদেশের আবাহনীকে প্লেঅফে হারিয়ে গ্রুপ পর্বে উঠেছে। শেষ ম্যাচ গোকুলাম কেরালার বিপক্ষে ২৪ মে।
বসুন্ধরা কিংস কলকাতায় পৌঁছে গেছে। শহরের হায়াত রিজেন্সি হোটেলে উঠেছে তারা। কিংসের আজ কোনো প্র্যাকটিস নেই।
বাংলাদেশের প্রাথমিক দল ॥ শহিদুল আলম সোহেল, আশরাফুল রানা, মিতুল মারমা, মোহাম্মদ নাঈম, আসিফ হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, রায়হান হাসান, ইসা ফয়সাল, আবু সাইদ, জামাল ভুঁইয়া, মেরাজ হোসেন অপি, ফয়সাল আহমেদ ফাহিম, সাদউদ্দিন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা, পাপন সিং, নাবীব নেওয়াজ জীবন, রাকিব হোসাইন ও জাফর ইকবাল।