রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের হ্যাটট্রিক শিরোপা জিততে তিন পয়েন্ট পেতে হবে। আর একটি জয়। ঐতিহাসিক সেই জয়টি কিংস পেয়ে যাবে কি সোমবার? মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ট ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার বিকেলে কিংসের প্রতিপক্ষ সাইফ স্পোটিং ক্লাব। এই ম্যাচ জিতেই শিরোপা উদযাপনের প্রস্তুতি নিয়ে মুন্সিগঞ্জ যাবে সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে এসে ভাল ফুটবল খেলছে সাইফ স্পোর্টিং ক্লাব। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ক্রুসিয়ানির দল তিনটি জিতেছে, একটি ড্র করেছে ও একটি হেরেছে। ফর্মে থাকা এই দলকে হারিয়েই ২ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করতে চায় অস্কার ব্রুজনের দল। প্রথম পর্বের খেলায় কিংস জিতেছিল ৪-৩ গোলে। বসুন্ধরা কিংসের ২০১৮ প্রিমিয়ার ফুটবলে অভিষেক হয়। অভিষেক মৌসুমেই শিরোপা জিতে নিজেদের আগমনী বার্তা জানিয়ে দেয় ক্লাবট।
চোখ ধাঁধানো ধারাবাহিকতা ধরে রেখে পরের মৌসুমেও শিরোপা জয় করে অস্কার ব্রুজেনের দল। অভিষেকের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের উৎসব আরও এক বছর আগেও হতে পারত। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে মাঝের এক আসর পরিত্যক্ত হওয়ায় অপেক্ষা বাড়ে কিংসদের। অবশেষে ঐতিহাসিক সন্ধিক্ষণের দ্বারপ্রান্তে তারা। সাইফকে হারাতে পারলে নিজেদের শেষ দুই ম্যাচে হেরে গেলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে বসুন্ধরা। আজ সাইফকে হারালে শীর্ষে থাকা কিংসের পয়েন্ট হবে ২০ ম্যাচে ৫১। সেক্ষেত্রে পরের দুই ম্যাচ হারলেও দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী তাদের স্পর্শ করতে পারবে না।
ঘরোয়া ফুটবলে নতুন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে বসুন্ধরা কিংস। বড় আসরে অভিষেকেই হ্যাটট্রিক শিরোপার হাতছানি বসুন্ধরা কিংসের সামনে। পেশাদার ফুটবল চালু হওয়ার পর কেবল আবাহনী হ্যাটট্রিক শিরোপা জিতেছিল। কিংস জিতলে সেটা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোন দলের হ্যাটট্রিক শিরোপা জয়। ১৯৮৩ থেকে ১৯৮৫ মৌসুমে প্রথম বিভাগ ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। এর পরের তিন বছর অর্থাৎ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঢাকা মোহামেডানও টানা তিন আসরে শিরোপা জয়ের রেকর্ড গড়ে। সেবার বিখ্যাত সাদাকালো জার্সিধারীরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।
নব্বইয়ের দশকে সিনিয়র ডিভিশন লীগকে প্রিমিয়ার লীগের মর্যাদা দেয়া হয়। ২০০৭ সাল থেকে প্রিমিয়ার লীগকে পেশাদার লীগে নামকরণ করা হয়। মর্যাদার পেশাদার লীগের প্রথম তিন আসরে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হয়। শুধু পেশাদার লীগের হিসেবে ধরলে আবাহনী প্রথম ক্লাব হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাদেরকে স্পর্শ করার সুযোগ বসুন্ধরার। এখন পর্যন্ত পেশাদার লীগের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন আবাহনী। শেখ জামাল ধানমন্ডি লিমিটেড দুইবার চ্যাম্পিয়ন হলেও হ্যাটট্রিক শিরোপা জিততে পারেনি।
১৯ ম্যাচ শেষ বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪৮। সোমবার জিতলে হবে ৫১। তখন পেছনে থাকা আবাহনী বাকি তিন ম্যাচ জিতলেও কাজ হবে না। আবাহনীর ১৯ ম্যাচে পয়েন্ট ৪১।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া খেলেন সাইফ স্পোর্টিংয়ে। দলটি শিরোপা রেসে না থাকলেও যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। বিষয়টি মাথায় রেখে সতর্ক ব্রুজেন বলেন, সাইফ দ্বিতীয় লেগে দুর্বার গতিতে খেলছে। বিশেষ করে আক্রমণভাগ দারুণ ফর্মে আছে। আক্রমণের সংখ্যা এবং গোলের হার খুব কাছাকাছি। তবে আমরা জয় পেতে আত্মবিশ্বাসী।