বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টি২৪ডটকম ॥ বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে। প্রথম ম্যাচে আজমপুরকে ৩-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ফর্টিস এফসিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গতবারের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে নবাগত ফর্টিস এফসিকে। ক্লাবটির হয়ে একটি গোল করেছেন মিগেল ফিগেইরা, অন্যটি আত্মঘাতী। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে কিংস। তবে অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বসুন্ধরা কিংস শিবিরে স্বস্তি ফেরান মিগেল ফিগেইরা।
রবসন রবিনিয়োর কাটব্যাকে বক্সের উপর থেকে বাম পায়ের মাপা শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
বিরতির পর ৫১তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে কিংসের। রাকিব হোসেনের ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালেই পাঠান আরিফুল ইসলাম। বাকি সময়ে কোনো দলই পারেনি আর গোল করতে। তাতে দারুণ জয় নিয়েই মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চ্যাম্পিয়নরা। আবাহনীকে রুখে দিয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া ফর্টিস দ্বিতীয় ম্যাচ হারের দুই ম্যাচে তাদের সংগ্রহ ১ পয়েন্ট।