সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন

বসুন্ধরায় কিংসের রঙিন অভিষেকই দুই গোল ব্রাজিলিয়ান মিগেলের

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বসুন্ধরা কিংসের জার্সিতে রঙিন অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা দামাশেনোর। পয়েন্ট টেবিলের শীর্ষ ও তলানির দলের ম্যাচটি আগ্রহের কেন্দ্রে ছিল মূলত দুটি কারণে। স্বাধীনতা সংঘ ফিরতি পর্বেও চমক উপহার দিতে পারে কিনা এবং বসুন্ধরা কিংসের নতুন দুই সেনানী কেমন করেন, সেটা দেখার কৌতুহল ছিল সবার। নুহা মোরাং না পারলেও জোড়া গোলে অভিষেকে আলো ছড়ালেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা দামাশেনো।

২৪ এপ্রিল রবিবার বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচে সবটুকু আলো নিজের করে নেন এই সেলেসাও তারকা। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের তারকা নিজের প্রথম ম্যাচেই কিংসের হয়ে জোড়া গোল করেছেন। আর তাতেই স্বাধীনতা সংঘকে ২-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজেনের দল।

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শনিবার ২-০ গোলে জিতেছে কিংস। লিগের উদ্বোধনী ম্যাচে স্বাধীনতা সংঘের কাছে ২-১ গোলে হেরেছিল অস্কার ব্রুসনের দল। চলতি লিগে এ পর্যন্ত ওই একটি ম্যাচেই হেরেছে তারা।

কিংসের মতো এ পর্বে জয়ে শুরু পেয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে তারা। এই হারে মধুর প্রতিশোধও নিয়েছে বসুন্ধরা। এবারের লীগের উদ্বোধনী ম্যাচে অপ্রত্যাশিতভাবে নবাগত স্বাধীনতার কাছে ২-১ গোলে হেরেছিল কিংসরা। চলতি লীগে এখন পর্যন্ত ওই একটি হারই সঙ্গী চ্যাম্পিয়নদের। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রুজেনের শিষ্যরা। এই জয়ে ১২ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বসুন্ধরা। অন্যদিকে দ্বিতীয় পর্বে দারুণ জয় পাওয়া শেখ জামাল ধানম-ি ঢাকা আবাহনীকে টপকে উঠে এসেছে টেবিলের দ্বিতীয় স্থানে।

১২ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে কিংস।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে ধানম-ির জায়ান্টরা। এ জয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল। এক ম্যাচ কম খেলা আবাহনী ২১ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। ম্যাচে শেখ জামালের জয়ের নায়ক দুই বিদেশী। ম্যাচের দ্বিতীয় মিনিটে থ্রো ইনে গোলমুখে বল পেয়ে টোকা দিয়ে গোল করেন আলেকুই। ২১ মিনিটে নাইজিরিয়ার এই ফরোয়ার্ডের পাস ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন বারিধারা গোলরক্ষক মামুন আলিফ। এই সুযোগে তার সামনে থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন নাজারে।

প্রচ- দাবদহে দুই দলের খেলার স্বাভাবিক ছন্দ হয় ব্যহত। তবে চতুর্থ মিনিটেই সুযোগ পায় কিংস। প্রতিপক্ষের ভুল পাসে বক্সের বাইরে বল পেয়ে যান মতিন মিয়া। তার পা ঘুরে বক্সে বল পান নুহা; কিন্তু গাম্বিয়ান এই ফরোয়ার্ডের শট প্রতিহত হয় রক্ষণে।

দ্বিতীয়ার্ধে কিংস বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের জন্য মরিয়া ছিল না। ৬৯তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমকে তুলে এলিটা কিংসলেকে নামান ব্রুসন। কিন্তু অনেক গুঞ্জনের অবসান ঘটিয়ে কিংসে থেকে যাওয়া এই ফরোয়ার্ড পারেননি ব্যবধান বাড়াতে। প্রথম পর্ব শেষে ১৫ দিনের বিরতি দিয়ে শুরু হলো দ্বিতীয় পর্ব। এ জয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল। এক ম্যাচ কম খেলা আবাহনী ২১ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।

৮ মিনিটের মধ্যে জোড়া গোল করে জাত চেনান মিগেল। ২৮ মিনিটে কর্নারের পর ডি বক্সে জটলার ভেতর থেকে জোরাল শটে নিজের ও বসুন্ধরার প্রথম গোল করেন এই ব্রাজিলিয়ান। ৩৫ মিনিটে বাইলাইন ধরে আক্রমণে ওঠা ইয়াসিন আরাফাতের ক্রস থেকে ফাঁকায় থাকা মিগেল বুলেট শটে দ্বিগুণ করেন ব্যবধান। দুর্দান্ত খেলে বসুন্ধরা কিংস জোড়া গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com