শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

বলিউডে অভিষেক হচ্ছে বাঁধনের

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বলিউডে আজ অভিষেক হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তার প্রথম হিন্দি সিনেমা ‌‘খুফিয়া’।

বাঁধন সিনেমাটিতে অভিনয় করেছেন একজন বাংলাদেশির ভূমিকায়। তিনি জানান, ‌‘খুব ছোট একটা চরিত্রে অভিনয় করেছি আমি। সিনেমাটি মুক্তির পরই বিস্তারিত বোঝা যাবে। তবে আমি ‘খুফিয়া’য় বাংলাদেশি এক মেয়ের চরিত্র অভিনয় করেছি।’

গত মাসে এই সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। সেখানে ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ট্রেলারে একাধিকবার দেখা গেছে বাঁধনকে।

সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। বাঁধন ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন, অভিনেত্রী টাবু, আশীষ বিদ্যার্থী ও আলি ফজলসহ খ্যাতনামা বলিউড তারকারা। সত্য ঘটনা অবলম্বনে এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে হিন্দি সিনেমা ‘খুফিয়া’।

এক সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার সিনেমা। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব কমই হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com