শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

বর্ণিল আয়োজনে ভাসাভির যুগপূর্তি

লাইফস্টাইল ডেস্ক:: বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষ অভিজাত ফ্যাশন হাউস ভাসাভি ফ্যাশনের যুগপূর্তি অনুষ্ঠান। গুলশানে নিজস্ব শোরুমে গত মঙ্গলবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে কেক কাটেন ভাসাভি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ইয়াসির আহমেদ খান তানিম ও ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, চিত্রনায়িকা মৌসুমী, পপি, চিত্রনায়ক ওমরসানি, চিত্রনায়ক রিয়াজ, নিরব, ইমন, মোনালিসা, মডেল মেহজাবিন, আলিশাসহ দেশের শীর্ষ মডেল, চলচ্চিত্র ও টিভি তারকারা।

শুভেচ্ছা বক্তব্যে ভাসাভি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা বলেন, গুণগতমান ও এক্সক্লুসিভ পোশাক ও জুয়েলারির কারণেই ভাসাভি আজ দেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। এক ছাদের নিচে সব এক্সক্লুসিভ পোশাক এবং জুয়েলারির এমন কালেকশন দেশের অন্য কোথাও নেই। ভাসাভিতে সব ধরনের পোশাক থাকায় এবং এসব পোশাকের গুণগতমানের কারণে বর্তমানে মানুষের দেশের বাইরে শপিংমুখী হওয়ার প্রবণতা কমে গেছে।

তিনি জানান, ঈদ সামনে রেখে বরাবরের মতো এবারও ভারতীয় উপমহাদেশের এক্সক্লুসিভ সব ডিজাইনের পাঞ্জাবি, শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, শারারা, গাউন, শেরওয়ানী, পাগড়ি, নাগরা, বেনারসি এবং কাঞ্চিপুরাম শাড়ির বিশাল কালেকশন ছাড়াও শিশুদের জন্য রয়েছে সব ধরনের পোশাক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com