শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধিঃ সুতালড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে।
করোনার কারণে দীর্ঘ ৫৪৩ দিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় আজ রবিবার থেকে খুলছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে, বন্যার পানি ও কাদা জমে থাকায় মানিকগঞ্জের যমুনা ও পদ্মার চরাঞ্চলের অন্তত ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না। এর মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙনে বিলীন হয়েছে।
সূত্র জানায়, যমুনা নদরে পাড়ের দৌলতপুর উপজেলার হাটাইল, টুটিয়াম, আহুলিয়া, বহড়া, গাজীছাইল, মীর কুটিয়া, নিলুয়া ও হরিরামপুর উপজেলার আজিমনগর, সুতালড়িসহ চরাঞ্চলের অধিকাংশ স্কুলে বন্যার পানি উঠেছিল। পানি নেমে গেলেও স্কুলের মাঠে ও বারান্দায় কাদা জমে আছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী জানান, ‘জেলায় মোট ৬৫২টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে হরিরামপুর, দৌলতপুর ও শিবালয় উপজেলার ২৫টি বিদ্যালয়ে বন্যার পানি জমে আছে। অন্য স্কুলগুলো খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। হরিরামপুর উপজেলার সুতালড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙনে বিলীন হয়েছে।