সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি : শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে কলেজটির শিক্ষার্থীদের বাধায় কাজ বন্ধ রাখলেও পুনরায় কাজ করার চেষ্টার অভিযোগ তুলেছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এর আগে কাজটি নিয়ে অনিয়মের অভিযোগ উঠে পাপ্পু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর ইঞ্জিনিয়ার কলেজে সরেজমিন পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে জেলা শিক্ষা ও প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন কাজটি বন্ধ করে দেন।
একই সঙ্গে কলেজের নতুন স্থানে ঠিকাদারকে উন্নতমানের পাইপের মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের নির্দেশ দেন এ নির্বাহী প্রকৌশলী।
এর আগে শুক্রবার রাত ২টার দিকে গভীর নলকূপ স্থাপন কাজে অনিয়মের অভিযোগে পেয়ে কলেজটির শিক্ষার্থীরা বাঁধা দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. পাপ্পুকে। পরে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় ওই ঠিকাদারের।
এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষ প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান বলেন, নিয়মানুসারে কাজ না হলে আমি বিলে স্বাক্ষর করবো না সেটা আগেই ওই ঠিকাদারকে বলা হয়েছিল। আমি বিষয়টি নিয়ে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে কথা বলি। পরে তারা এসে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নিয়েছেন।