শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

বনবিভাগের জমিতে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন উপজেলা কর্মকর্তা

বনবিভাগের জমিতে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন উপজেলা কর্মকর্তা বনবিভাগের জমিতে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন উপজেলা কর্মকর্তা

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে আগামী তিন দিনে ভিতর সরকারি বনবিভাগের জমিতে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার সময় বেধে দিলেন উপজেলা উপজেলা নিবার্হী কর্মকর্তা। নিজ দায়িত্বে ওই স্থাপনা সরিয়ে না নিলে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। মঙ্গলবার বিকেলে উপজেলার সিনাবহ বাজারে উচ্ছেদ অভিযানে গিয়ে এ নির্দেশনা দেন।

বনভুমি অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালিয়াকৈর রেঞ্জ আওতাধীন উপজেলার সিনাবহ খন্দারপাড়া বন বিভাগের জমি জবর দখল করে শতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। গত ৫ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়।এ সুযোগে ওই এলাকায় সরকারী বনবিভাগের জমিতে অবৈধভাবে পাকা-আধা শতাধিক ঘরবাড়ি ও নানা ব্যবসা প্রতিষ্ঠান নিমার্ণ করে কিছু দুস্কৃতি লোকজন।

বিষয়টি বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে। মঙ্গলবার বিকালে উপজেলা নিবাহী কর্মকর্তার উপস্থিতিতে সিনাবহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সিনাবহ খন্দকার পাড়ার জন সস্মুখে এলাকায় আগামী ৩দিনের ভিতর যত অবৈধ নির্মিত স্থাপনা, ঘরবাড়ী নিজ উদ্যোগে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

নিজ উদ্যোগে স্থাপনা সড়িয়ে না নিলে অভিযান পরিচালনা করা হবে। এর আগে সিনাবহ বাজারে একটি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলামসহ বন কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com