শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

বদরগঞ্জ নারী কল্যাণ সংস্থার নবনির্বাচিত কার্যকরী পর্ষদের অভিষেক

আফরোজা বেগম, বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি॥ সকল প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলার দৃপ্ত শপথ নিয়ে রংপুরের বদরগঞ্জ নারী কল্যাণ সংস্থার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে কমরেড জীতেন দত্ত মঞ্চ চত্বরে আলোচনা সভা, গুণীজন পদক প্রদান, নারী কণ্ঠ’র মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, পৌর মেয়র উত্তম কুমার সাহা। বদরগঞ্জ নারী কল্যাণ সংস্থার সভাপতি ও রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহছিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বদরগঞ্জ থানার ওসি আনিসুর রহমান, রংপুর জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মমতাজ উদ্দিন, রফিকুর রহমান, পারভিন আখতার, সমাজসেবা অফিসার গোলাম ফারুক, বদরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন, বদরগঞ্জ নারী কল্যাণ সংস্থার সহসভাপতি নিশাত নিগার করবী, সাধারণ সম্পাদক ও সাংবাদিক আফরোজা বেগম, কোষাধ্যক্ষ চমন আরা প্রমুখ। আলোচনা শেষে মানব সেবায় বিশেষ অবদান রাখায় গ্লোরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মারুফ কেইনকে গুণীজন পদক প্রদান করা হয়।

এর আগে কার্যনির্বাহী পর্ষদকে শপথ বাক্য পাঠ করান ও নারী কণ্ঠ’র মোড়ক উন্মেচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিউক চৌধুরী এমপি। এসময় দিনব্যাপি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী নারী ও শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শেষে বদরগঞ্জ মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক একাডেমি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে-যাতে অংশ নেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com