শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

বদরগঞ্জে ভ্রাম্যমান অভিযানে ১৪ হাজার টাকা জরিমনা

আফরোজা বেগম, বদরগঞ্জ (রংপুর)॥
রংপুরের বদরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল হক। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন ইফতারের দোকান ও বেকারী কারখানায় অভিযান পরিচলনাকালে সিএনএনবাংলাকে তিনি একথা বলেন। এসময় তার সাথে ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদি ও উপজেলা স্যনিটারী ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বদরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
খাদ্য দ্রব্য স্বাস্থ্যসম্মতভাবে সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রমত পর্যবেক্ষণে ভ্রাম্যমান আদালত পরিচলনা করা হয়েছে। এসময় পৌর শহরের রেলস্টেশন চত্ত্বরের মজিবর রহমান বকশির বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, পণ্য তৈরিতে খোলা লবন বেকিং পাউডার ব্যবহার এবং প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মালামাল জব্দের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বদরগঞ্জ ১৪ নং রেল গেট এলাকায় অবিস্থিত একটি মুড়ি ও একটি চিড়া তৈরির মিলে আভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ দুটি মিলে অস্বস্থ্যকর পরিবেশ ও খোলা লবন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মিল মালিক মোঃ মোস্তাকিম রহমান কৌশলে পালিয়ে যান। একই আদালত ওই স্থানে একটি হোটেলে অভিযান চালিয়ে মালিক মোঃ মমিনুল ইসলামের এক হাজার টাকা জরিমানা করে। পরে ভ্রাম্যমাণ আদালত রসনা বিলাস ও মোস্তফা হোটেলকে পণ্য তৈরিতে আরো সর্তক থাকার নির্দেশ দেয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল হক সিএনএন বাংলাকে বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে ইফতার সমগ্রীসহ সকল প্রকার খাদ্য দ্রব্য স্বাস্থ্য সম্মতভাবে সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণে প্রাথমিকভাবে দোকানদারদের সর্তক করা হল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com