শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

বদরগঞ্জে প্রতিপক্ষের লোকজন প্রাচির গুঁড়িয়ে দিলেও অভিযোগ নেয়নি পুলিশ

আফরোজা বেগম, বদরগঞ্জ(রংপুর)॥ রংপুরের বদরগঞ্জে নিজ বাড়ি রক্ষায় আদালতে মামলা করার অপরাধে বাড়ির প্রাচির গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় বাড়ির মালিক বদরগঞ্জ থানায় অভিযোগ করতে চাইলেও তা’ নেয়নি পুলিশ। একারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বাড়িতে বসবাসকারিরা।

গত ২ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের আরাজি দিলালপুর এলাকার মোতালেব হোসেনের বাড়িতে এঘটনা ঘটে।

জানা যায়, মোতালেব হোসেনের সাথে প্রতিবেশি বাবলু মিয়া ও তার ভাইদের সাথে বাস্তুভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় বাবলু মিয়া ও তার ভাইয়েরা মোতালেব হোসেনের বাড়ি জবর দখলের চেষ্টা চালায়। একারণে মোতালেব হোসেন আদালতে মামলা দায়ের করেন। যার নং ০৯/১৮। আদালতের নির্দেশে বদরগঞ্জ থানার পুলিশ ওই দিন তদন্তে যায়। তদন্ত শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথেই বাবলু মিয়া ও তার ভাইয়েরাসহ অজ্ঞাত লোকজন জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে মোতালেব হেসেনকে খুঁজতে থাকে। এসময় বোন সেলিনা বেগম এগিয়ে আসলে তাকে বেদম মারপিট করা হয়। এদৃশ্য দেখে ভাতিজা রোমান মিয়া ও ভাতিজি জামাই হাছানুর মিয়া এগিয়ে আসলে তারাও মারপিটের শিকার হন। এক পর্যায়ে বাবলু মিয়া ও তার সাঙ্গ পাঙ্গরা বাড়ির প্রাচির গুঁড়িয়ে দিয়ে স্থান ত্যাগ করে। পরে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মোতালেব হেসেন অভিযোগ করেন- এঘটনায় বদরগঞ্জ থানা পুলিশ অভিযোগ না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, পুলিশ অভিযোগ না নেয়ায় পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এব্যাপারে বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধানের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এঘটনায় পৃথক কোন মামলার প্রয়োজন নেই। আদালতের ওই মামলার তদন্ত রিপোর্টে বিষয়টি উল্লেখ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com