শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
লাালমনিরহাট প্রতিনিধি : খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালনে বর্নিল সাজে সজ্জিত করা হয়েছে লাালমনিরহাটের খ্রীস্টান সম্প্রদায়ের উপাসনালয়, অফিস ও তাদের বাসা বাড়ি গুলো। বড়দিন উপলক্ষে একদিন আগে থেকেই থেকেই শুরু হয়েছে বড়দিনের উৎসব।
এ উপলক্ষে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে লালমনিরহাটের ঈশ্বরের মন্ডলির কমিটি। একদিন আগে থেকেই বড়দিনের আমেজ ছড়িয়ে পড়েছে লালমনিরহাট শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলগুলোতে। লালমনিরহাট জেলার বিভিন্ন হোটেলের লবি ও অন্যান্য স্থান সাজানো হচ্ছে বর্ণিল সাজ
লালমনিরহাট খ্রীস্টান ধর্মালম্বিদের ঈশ্বরের মন্ডলি সুত্র জানায় সোমবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টধর্মাবলম্বীরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করবেন।
বড়দিন পালনে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে অবস্থিত চার্চ ভবন (কেন্দ্রীয় উপাসনালয়) টি সাজানো হয়েছে বর্ণিল সাজে।
খ্রীস্টান ধর্মালম্বিদের উপাসনালয় গুলো ঘুরে দেখা যায়, উপাসনালয় গুলোতে সাজানো হয়েছে রঙবেরঙের লাইট দিয়ে। সেই সাথে আশেপাশের এলাকায়ও করা হয়েছে আলোকসজ্জা। পুরো উপাসনালয় এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। খৃষ্টীয় ধর্মাবলম্বী ছেলে মেয়েদের মধ্যেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
লাালমনিরহাট ঈশ্বরের মন্ডলি কেন্দ্রীয় উপাসনালয়ের সাধারণ সম্পাদক, জেমর্স আশীষ দাস জানান, পালক প্রধান (পুরোহিত) সর্চ্ছি দ্যা নন্দ বর্মন বলেন (২৪ ডিসেম্বর) রাত থেকে প্রধান রেভারেন্ট ফিলিপ বিশ্বাসের পরি উপাসনার পর কেক কাটা, ভাুড়িভোজ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দিনটি উদযাপন করতে কির্তন গান ও বিশেষ প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তির কামনা ও প্রার্থনা পরিচালনা করা হবে । প্রার্থনার পর কেক কাটা, পিঠা উৎসব, কফি পান অনুষ্ঠিত হবে।
জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বড়দিন উপলক্ষে চার্চ সমূহে নেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।