শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ টোয়েন্টেফোর ডটকম ॥ আজকাল সিনেমার তারকাদের চেয়ে বছরজুড়ে টিভি তারকারাই বেশি ব্যস্ত থাকেন। টিভি তারকা আর চলচ্চিত্র তারকা বলে এখন কেউ খুব বেশি ভাগাভাগি করে না। একটা সময় কে কোন্ পর্দার তারকা এটি নিয়ে বিভাজন তৈরি হতো। অনেক ক্ষেত্রে টিভি তারকাদের চেয়ে সিনেমার তারকাদের এগিয়ে রাখা হতো। কিন্তু সময় এখন পালটে গেছে। বদলে গেছে অনেক কিছু। বড় হয়েছে নাটকের ইন্ডাস্ট্রি। এখানে এখন তারকার সংখ্যাও কম নয়।
আসাদুজ্জামান নূর, তৌকীর আহমেদ, সুবর্ণা মুস্তফা, আফজাল হোসেন, জাহিদ হাসান, বিপাশা হায়াত, শমি কায়সার, মাহফুজ আহমেদসহ এমন অনেক সিনিয়র শিল্পীদের বাইরে বর্তমানে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সজল, ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, মম, অপূর্ব, আরফান নিশো, মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, তাসনিয়া ফারিন, নাদিয়া আহমেদ, রুনা খান, তাসনুভা তিশা, শারমিন জোহা শশী, ঊর্মিলা শ্রাবন্তীকর, আশনা হাবিব ভাবনা, সাফা কবির, সাবিলা নূর, শবনম ফারিয়া, অর্ষা, নীলয়, সালহা খানম নাদিয়া, মীর সাব্বির, মিশু সাব্বির, জোভান, তৌসিফ আহমেদ, সাবিলা নূর, টয়া, পারসা ইভানা, মুশফিক আর ফারহানসহ আরও বেশ কয়েকজন তারকা নিয়মিত অভিনয় করছেন। দর্শকের কাছেও তাদের দারুণ গ্রহণযোগ্যতা আছে।
সোশ্যাল মিডিয়াতে আছে তাদের লাখ-লাখ ফলোয়ার। দেশের বাইরের দর্শকের কাছেও তারা সমাদৃত। সময়ের পরিক্রমায় বর্তমানে সিনেমার অনেক তারকাও ছোটপর্দায় কাজ করছেন। একইসঙ্গে টিভি নাটকের শিল্পীদেরও কেউ কেউ নিয়মিত সিনেমায় অভিনয় করছেন। তবে হিসাব-নিকাশ করলে দেখা যায় আজকাল সিনেমার তারকাদের চেয়ে বছরজুড়ে টিভি তারকারাই বেশি ব্যস্ত থাকেন।
ভালবাসা দিবস-ঈদের দুই উৎসবের বাইরেও টিভি তারকাদের পুরো বছরই নাটকের শূটিংয়ে দেখা যায়। এদের অনেকের সিডিউল পাবার জন্যও নির্মাতাদেরও অনেকদিন অপেক্ষা করতে হয়। টিভি নাটকের বাইরে তারা বর্তমানে ওটিটি প্লাটফরম ও ইউটিউবের জন্যও নিয়মিত কাজ করছেন। অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, অর্থলগ্নির ক্ষেত্রে বর্তমানে নাটক-সিনেমার চেয়ে ১০ গুণ এগিয়ে আছে। ছোটপর্দায় এখন বছরে প্রায় ১২শ’ কোটি টাকা চালিত হচ্ছে।
শুধু একটি ঈদেই আমাদের প্রায় ৬ শতাধিক নাটক নির্মাণ হয়। যার আনুমানিক বাজেট ২০ কোটি টাকারও বেশি থাকে। যেটি এখন সিনেমার ক্ষেত্রে হচ্ছে না। এছাড়া পুরো বছরে টিভি ধারাবাহিক-সিঙ্গেল নাটকের বাজেট তো থাকছেই। করোনার মধ্যেও টিভি নাটকের শিল্পীরা গেল দুই বছরে কম-বেশি কাজ করেছেন। এদিকে সিনেমার তারকারা বিপরীত পিঠে অবস্থান করছেন।
অনেকের মন্তব্য, নির্দিষ্ট কয়েকজন ছাড়া অন্যদের হাতে সিনেমার কাজ নেই। এছাড়া সিনেমার অনেক নির্মাতা এ সময়ে টিভি নাটকের তারকাদের নিয়েই সিনেমা নির্মাণে আগ্রহী বলেও জানা যায়।