রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ট্রলার থেকে ছিটকে পড়ে এক জেলে নিখোঁজ

মো. তৌহিদুল ইসলাম, কলাপাড়া-মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি ।।
পটুয়াখালীর মহিপুর থানাধীন কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে এফবি তিমুল ফারজানা নামের একটি ট্রলার থেকে ছিটকে গিয়ে মোঃ হাসান (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেলের দক্ষিণ বয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ট্রলারে থাকা অন্য জেলেরা জানিয়েছে, দুর্ঘটনার সময় নিখোঁজ হাসান ট্রলারের পাশে বসে ছিলেন। হঠাৎ প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় তিনি সমুদ্রে ছিটকে পড়ে যায়। সাথে সাথে ট্রলারের থাকা বাকি সকল জেলেরা লাইট দিয়ে খোঁজা খোঁজি করি কিন্তু সে তলিয়ে যায়। ঘটনার পরপরই ট্রলারের মালিক মো.বেল্লাল হোসেন কাজীকে জানালে ট্রলার মালিক ঘটনাস্থলে চার-পাঁচটি অতিরিক্ত ট্রলার পাঠিয়ে খোঁজাখুজি অব্যহত রেখেছেন।

উল্লেখ্য গত ৫ দিন পূর্বে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্য বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা নামের ট্রলারটি। নিখোঁজ জেলের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি।

মহিপুর থানার ওসি (তদন্ত) আসলাম খান জানান, আমরা একজন জেলে নিখোঁজ হওয়া সম্পর্কে জেনেছি, থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। নৌ-পুলিশের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com