বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মধুখালীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: মহিয়সী নারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও দুস্থ অসহায় এবং প্রশিক্ষাণার্থী মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

শ্রদ্ধাঞ্জলি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সস্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা প্রমুখ।

আলোচনা সভা পরবর্তী অনুষ্ঠানের প্রধান অতিথি দুস্থ অসহায় প্রশিক্ষণার্থী ৭জন মহিলাদেরে মাঝে সেলাই মেশিন তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com