মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান পদকজয়ী আর্টিস্টিকস জিমন্যাস্টরা লাখ টাকা পুরস্কার পেলেন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ মঙ্গলবার ১২ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ ২০২১ এর কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জিমনাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আর্ন্তজাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় বাংলাদেশ দল ভাল ফলাফল অর্জন করায় অংশগ্রহনকারী সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গত অক্টোবরে হওয়া বঙ্গবন্ধু এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস পদক জয়ী এ্যাথলেটরা পুরস্কৃত হলেন। সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের হাতে আর্থিক পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও সাফল্যের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনের সকল সাফল্যের প্রধান উৎসাহদাতা ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর অকুন্ঠ সমর্থন সার্বিক সহযোগিতা ও বলিষ্ঠ দিকনির্দেশনার ফলেই আন্তর্জাতিক পরিমন্ডলে ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্যের ইতিহাস রচিত হচ্ছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে মঙ্গলবার বাংলাদেশ জিমনাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতা বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে ২০২১ সালের ২৬-৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ৬ টি দেশ অংশগ্রহণ করে। অন্যান্য দেশগুলো হলো উজবেকিস্তান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় দলগতভাবে বাংলাদেশ জিমন্যাস্টিকস দল ব্রোঞ্জ পদক অর্জন করে। রাজিব চাকমা ফ্লোর এক্সারসাইজ প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করে এবং ভলটিং টেবিল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করে। মহিলা বিভাগে বনফুলি চাকমা ভলটিং টেবিল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে দলগত ব্রোঞ্জ পদক পাওয়ায় বাংলাদেশ দলকে ১ লক্ষ টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এ দলের সদস্যরা হলেন আবু সাঈদ রাফি,রাজিব চাকমা,সাজিদ হক এবং প্রেনথৈ ম্রো। প্যারালাল বারসে সিলভার পদক পাওয়ায় রাজিব চাকমা ১ লক্ষ টাকা এবং ভলটিং টেবিলে ব্রোঞ্জ পদক পাওয়ায় ৬০ হাজার টাকার প্রাইজমানি গ্রহণ করেন। মহিলা বিভাগে বনফুলি চাকমা ভলটিং টেবিল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করায় ৬০ হাজার প্রাইজমানি দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জিমনাস্টিক ফেডারেশনের কোচ ও কর্মকর্তাদের মধ্যে ১ লক্ষ ৯০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়।

এছাড়াও বাংলাদেশ টেবিল টেনিস জাতীয় অনুর্ধ্ব-১৫ দলের খেলোয়াড় রামহিম লিয়ান বম, ঐশী রহমান, খই খই মারমা এবং রেশমি তঞ্চঙ্গাকে ৫০ হাজার টাকা করে প্রত্যেক জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংবর্ধনা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সীডমানি হিসেবে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে প্রদত্ত ২০ কোটি টাকার চেক আনুষ্ঠানিক ভাবে ফাউন্ডেশনকে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট খোন্দকার হাসান মুনীর, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু, মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com