মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার নৌবাহিনী সেরা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বঙ্গবন্ধু জাতীয়, ম্যাক্স গ্রুপ সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ১ এপ্রিল শুক্রবার ঢাকার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন মেজবাহ উদ্দিন (সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর (সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও চেয়ারম্যান, ম্যাক্স গ্রুপ)।

প্রতিযোগিতার ৪র্থ ও শেষ দিনে সাঁতারে ১৬টি এবং ডাইভিংয়ে ৩টিসহ মোট ১৯টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়। বাংলাদেশ নৌবাহিনী ৩৩ স্বর্ণ, ২৫ রৌপ্য, ১৪ ব্রোঞ্জপদক পেয়ে প্রথম, বাংলাদেশ সেনাবাহিনী ৯ স্বর্ণ, ১৩ রৌপ্য ও ১৭ ব্রোঞ্জপদক পেয়ে দ্বিতীয় এবং বিকেএসপি ১ স্বর্ণ, ৫ রৌপ্য, ১০ ব্রোঞ্জপদক তৃতীয় স্থান অর্জন করে।
পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ৩ স্বর্ণ, ৪ রৌপ্য ৩টি নতুন জাতীয় রেকর্ড গড়ে এবং মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া খাতুন ৫ স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি নতুন জাতীয় রেকর্ড এবং বাংলাদেশ নৌবাহিনী সোনিয়া আক্তার সেরা সাঁতারু নির্বাচিত হন। সেরা সাঁতারুর পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হয়। এছাড়া নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী প্রত্যেক সাঁতারুকে পাঁচ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com